সোমবার ভোরে এনকাউন্টার দিল্লিতে। দিল্লির রোহিনীর প্রহ্লাদপুরে ভোর পাঁচটায় দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের এই এনকাউন্টারে ২জনের মৃত্যু হয়েছে। এরা হলো রাজা কুরেশি আর রমেশ বাহাদুর। মৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। গত বছর অক্টোবরেও এই রোহিনীতেই এনকাউন্টার হয়েছিল। এদিন ভোরে সূত্র মারফৎ খবর পেয়ে পুলিশ এলাকায় যায়। পুলিশ দুজনকে গ্রেফতার করতে ধাওয়া করে। তারা গুলি চালালে পাল্টা পুলিশ চালায় বলে দাবি। হাসপাতালে ২জনের মৃত্যু হয়।
