বাংলা চলচ্চিত্রে শোকের দিন। ‘দাদার কীর্তি’র নায়ক তাপস পাল চলে গেলেন মঙ্গলবার ভোরে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন বাংলার এই অভিনেতা। বয়স হয়েছিল ৬১। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। সম্প্রতি চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই সোমবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। আজ, মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত অভিনেতা লোকসভার প্রাক্তন সাংসদ কৃষ্ণনগর থেকে তিনি পরপর দু’বার সংসদ হয়েছিলেন। রেখেছিলেন নন্দিনী এবং কন্যা অভিনেত্রী সোহিনীকে।
