মাধ্যমিকের দ্বিতীয় দিন। পরীক্ষা চলছে স্কুলে। আর বাইরে অভিভাবকদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছে তৃণমূল। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে চুঁচুড়ার উপ পুরপ্রধান অমিত রায় ও পুর পারিষদ পার্থ সাহার উদ্যোগে চুঁচুড়া বাণীমন্দির স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের অবিভাবকদের জন্য ফুচকার ব্যবস্থা করা হয়। এদিন অভিভাবকদের কাছে সিএএ ও এনআরসি বিরোধী প্রচারও চালান তৃণমূলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। উদ্যোক্তারা জানান, প্রতিবছরই পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রাখা হয়, চা, বিস্কুট, জল। এবছর ফুচকার ব্যবস্থাও করা হয়েছে অভিভাবকদের জন্য। চুঁচুড়া পুরসভা অঞ্চলে যেখানে পরীক্ষা কেন্দ্র হয়েছে, সেখানেই এই ব্যবস্থা করা হয়েছে।


