রাজ্যের দেওয়া জেড ক্যাটাগরি সম্ভবত নিচ্ছেন না প্রশান্ত কিশোর

তৃণমূলের ‘ইলেকশন স্ট্র্যাটেজিস্ট’ প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে চেয়েছিল নবান্ন। সংবাদ- সংস্থা সূত্রে খবর, এই নিরাপত্তা সম্ভবত তিনি নিচ্ছেন না৷
জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমের খবর, রাজ্যের দেওয়া নিরাপত্তা নিতে আগ্রহী নন পিকে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর কোনও নিরাপত্তা প্রয়োজন নেই।

দু’দিন আগেই জানা যায়, প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে যাতে কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই তাঁকে জেড ক্যাটেগরি নিরাপত্তা রাজ্য সরকার দেবে বলে স্থির করা হয়েছে। বলা হয়, এবার থেকে তিনি রাজ্যের যে প্রান্তেই যাবেন, জেড ক্যাটাগরির নিরাপত্তা রক্ষীরা তাঁর সঙ্গে থাকবেন।

কিন্তু প্রশান্ত কিশোর জানিয়েছেন, তাঁর এই মুহূর্তে রাজ্যের নিরাপত্তার প্রয়োজন নেই। সংবাদসংস্থার খবর, পিকে জানিয়েছেন, “এখনও কোনও হুমকির মুখেই আমাকে পড়তে হয়নি। তাই মনে করছি আমার কোনও ধরনের সুরক্ষাই দরকার নেই। আমি জনগণের পক্ষে কাজ করছি।’ তিনি আরও বলেছেন, নিরাপত্তারক্ষী ছাড়াই গ্রামে গ্রামে ঘুরতে তিনি পছন্দ করেন।

আরও পড়ুন-সিএএ-এর প্রতিবাদে চেন্নাইয়ের পথে কয়েক হাজার মানুষ, সজাগ পুলিশবাহিনী

Previous articleসিএএ-এর প্রতিবাদে চেন্নাইয়ের পথে কয়েক হাজার মানুষ, সজাগ পুলিশবাহিনী
Next articleকোহলির অবসরের ইঙ্গিত ঘিরে জল্পনা তুঙ্গে