Friday, May 16, 2025

যোগীর উত্তরপ্রদেশে ফের এক বিজেপি- বিধায়ক ধর্ষণে অভিযুক্ত

Date:

Share post:

যোগীর রাজ্যে ফের এক “ধর্ষক” বিজেপি বিধায়কের খোঁজ মিলেছে৷

উত্তরপ্রদেশের ভাদোহির বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠি
এবং তাঁর পরিবারের ৬ জন সদস্যের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল। বিয়ের প্রতিশ্রতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন বছর চল্লিশের এক মহিলা। জেলা পুলিশ সুপার রাম বদন সিং বলেন, “অভিযোগে জানানো হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক তৈরি করেন বিধায়কের ভাইপো সন্দীপ তিওয়ারি। পরে, বিধায়ক এবং তাঁর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছেন ওই মহিলা। অভিযোগ পেয়েছি, যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছি। তদন্তের জন্য দল তৈরি করা হয়েছে”

ওই মহিলার অভিযোগ, ট্রেনে পরিচয় হয় বিধায়কের ভাইপোর সঙ্গে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ৬ বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরি করেছেন। বিয়ের কথা জিজ্ঞেস করায় তাঁকে হেনস্থাও করা হয় বলেও অভিযোগ। মহিলা অভিযোগ করেছেন, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময়, তাঁকে একটি হোটেলে আটকে রাখা হয়, এবং তাঁকে ধর্ষণ করেন বিধায়ক এবং চন্দ্রভূষণ ত্রিপাঠি, দীপক তিওয়ারি, নীতিশ তিওয়ারি, এবং প্রকাশ তিওয়ারি।
ওদিকে, যথারীতি বিধায়ক বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁর সম্মানহানি করতে এই অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “তদন্তে যদি কোনও অভিযোগ সত্য প্রমাণিত হয়, ফাঁসিকাঠে ঝুলতে প্রস্তুত আমি এবং আমার আমার পরিবার”। পুলিশ প্রধান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের ফল অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে৷”

spot_img

Related articles

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন...

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে...

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা...

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির...