Thursday, August 28, 2025

এক পড়ুয়াকে গাড়িতে তুলছেন কয়েকজন। তা দেখে ছুটে গিয়েছিলেন স্থানীয়রা। গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারলেন অপহরণকারীদের। ঘটনাস্থল বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া মোড়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে জানা যায় অপহরণকারীরা ওই পড়ুয়ার মামার বাড়ির আত্মীয়। স্থানীয়রা জানিয়েছেন, দাম্পত্য কলহের জেরে বাঁকুড়ার জয়পুরের বাসিন্দা আমরুল শেখ ও তাঁর স্ত্রী সবুজ খাতুন আলাদা থাকতেন। মহকুমাশাসকের মধ্যস্থতা এবং ছেলে সামিউলের ইচ্ছেতেই সে বাবার কাছেই থাকত। লেখাপড়ার কথা ভেবে আমরুল শেখ সামিউলকে বাঁকুড়া শহরের খ্রিস্টানডাঙায় তাঁর বোনের বাড়িতে রেখে আসেন। সেখানেই একটি ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয় সামিউলকে। এদিন তার পিসির বাড়ির সামনে থেকেই গাড়িতে তোলেন কয়েকজন।

শিশুকে জোর করে তোলা হচ্ছে বুঝতে পেরে স্থানীয়রা গাড়িটি শহর সংলগ্ন জুনবেদিয়া মোড়ের কাছে আটক করেন। চালক সহ অন্যদের মারধর করেন তাঁরা। ওই গাড়িতে থাকা প্রত্যেকেই সামিউলের মামার বাড়ির আত্মীয়। এই ঘটনায় বাঁকুড়া সদর থানার পুলিশ চালক সহ ৫ জনকে আটক করে। ধৃতদের অভিযোগ, সামিউলের মা সবুজ খাতুনের নির্দেশে তার মামার বাড়ির আত্মীয়রা তাকে অপহরণ করার ছক কষেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই পড়ুয়াকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ক্লাস চালুর দাবিতে রাতভর ঘেরাও অধ্যক্ষ

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version