শাহিনবাগের প্রতিবাদ জারি রেখে সমাধান খোঁজার চেষ্টা, বার্তা মধ্যস্থতাকারীদের

সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলে একটি রফাসূত্র বের করার চেষ্টা করছেন প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামচন্দ্রন। দ্বিতীয় দিনও শাহিনবাগে গিয়ে প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করলেন তাঁরা। প্রায় আড়াই মাস ধরে শাহিনবাগের রাস্তা বন্ধ থাকায় অসুবিধার মুখে পড়েছেন দিল্লিবাসী। দ্বিতীয় দিনে শাহিনবাগের প্রতিবাদকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীরা আলোচনার পর তাঁরা বার্তা দেন, শাহিনবাগের প্রতিবাদ জারি রেখে সমাধান খোঁজার চেষ্টা চালাবেন তাঁরা।

এরপর সাধনা রামচন্দ্রন কথায়, শাহিনবাগের প্রতিবাদ জারি রেখে সমস্যা সমাধানের দিশা পাওয়া যাবে বলে আমি আশাবাদী। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আমাদের দায়িত্ব। আমরা যদি সমস্যার সমাধান না করতে পারি, তা হলে বিষয়টা ফের সুপ্রিম কোর্টে ফেরত যাবে।

আরও পড়ুন-মাঝরাতে ঢাকার শহিদ মিনারে বাঙালি জাতির হয়ে শ্রদ্ধা নিবেদনে শেখ হাসিনা