Tuesday, November 11, 2025

রাজ্যস্তরের ভোটে বিজেপিকে মোদি-শাহর উপর নির্ভরতা কমানোর পরামর্শ দিল আরএসএস

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণের পর স্থানীয় ভোটে বিজেপিকে মোদি-শাহ নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সংগঠনকে মজবুত করতে স্থানীয় নেতাদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে বিজেপির চালিকাশক্তি আরএসএস। নিজেদের সম্পাদকীয়তে দিল্লি ভোটের ফল বিশ্লেষণ করে আরএসএস বলেছে, সবসময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখাপেক্ষী থাকা ঠিক নয়। বরং নিজেদের উদ্যোগে ধারাবাহিকভাবে রাজ্য নেতাদের তৃণমূল স্তরে সংগঠন বাড়ানোর কাজ করতে হবে। তা না হলে শুধু ভোটের আগে তৎপরতা দেখিয়ে লাভ হবে না, সাধারণ মানুষ কী চায়, কোন কোন ইস্যু গুরুত্বপূর্ণ তা সঠিকভাবে বোঝাও সম্ভব হবে না। লাগাতার জনসংযোগ, স্থানীয় নেতাদের সক্রিয়তা ও নিচুতলায় সংগঠন বিস্তার ছাড়া যে প্রত্যাশিত ফল আসে না তা উল্লেখ করে বিজেপি নেতৃত্বকে দিল্লি ভোটের ফল থেকে শিক্ষা নিতে বলেছে আরএসএস। সাংগঠনিক সংস্কারের পরামর্শও দেওয়া হয়েছে। দিল্লি ভোটের ফল পর্যালোচনা করে সঙ্ঘ বলেছে, সবসময় নরেন্দ্র মোদি, অমিত শাহ সাহায্য করতে পারবেন না। দিল্লিতে ২০১৫ সালের ভোট থেকে শিক্ষা নিয়ে তৃণমূল স্তরে সংগঠন বাড়ায়নি বিজেপি। এর সঙ্গে ২০২০-র ভোট প্রচারে মানুষের মনে সেভাবে দাগ কাটতে পারেনি গেরুয়া শিবির। দুই ক্ষেত্রেই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে বিজেপিকে। স্থানীয় স্তরের সমস্যা না বুঝে তা সমাধানের কথা না বলে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যর্থ হয়েছে দল। দিল্লির ভোটে বিজেপির ইস্তাহারে অসংগঠিত ১৭০০ কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও সাংগঠনিক দুর্বলতার জন্য সেই বার্তা ভোটারের কাছে পৌঁছয়নি বলে মনে করছে সঙ্ঘ। সঠিক ইস্যু ভোটারের কাছে তুলে ধরতে না পারাকেও তাই হারের কারণ বলে মনে করে আরএসএস।

আরও পড়ুন-মাঝরাতে ঢাকার শহিদ মিনারে বাঙালি জাতির হয়ে শ্রদ্ধা নিবেদনে শেখ হাসিনা

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...