পুরভোটে প্রার্থী হচ্ছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল

কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে দীর্ঘ১৫ বছর পর সম্ভবত ফের প্রার্থী হতে চলেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ এই ওয়ার্ডেই তিনি কাউন্সিলর ছিলেন বহুদিন৷ ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় পরেশ পাল সরে গিয়েছিলেন৷ ৩১ নম্বর ওয়ার্ডটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত৷ মন্ত্রী সাধন পাণ্ডে মানিকতলার বিধায়ক৷ পরেশ পাল আগে এই মানিকতলার বিধায়ক ছিলেন পর পর দু’বার সিপিএমের ডাকসাইটে মন্ত্রী শ্যামল চক্রবর্তীকে পরাস্ত করে৷ ২০১১ সালে তৃণমূল পরেশকে প্রার্থী করে লাগোয়া বেলেঘাটা কেন্দ্রে৷ এই কেন্দ্র থেকেই ২০১১ এবং ২০১৬ সালে জয়ী হন পরেশ পাল ৷ ২০১৫-র পুরভোটে পরেশ পাল ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে প্রার্থী হলেও কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন৷ সূত্রের খবর, আসন্ন পুরভোটে ৩১ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী হতে চলেছেন পরেশ পাল৷

আরও পড়ুন-মাধ্যমিকের জন্য মাইকের অনুমতি নয়, কলকাতায় অমিত শাহের সভা ঘিরে জটিলতা

Previous articleব্যাট-বল নয়, এবার বিয়ের অনুষ্ঠানে নাচলেন কিংবদন্তি সোবার্স
Next articleভাষা শহিদের মঞ্চে দাঁড়িয়েও এনআরসি!