সরকারি বন্দি, অথচ ছুটির আর্জি ! বিচিত্র বিধিতে ফেঁসেছেন ফারুক আবদুল্লা

গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারই তাঁকে গৃহবন্দি করে রেখেছে৷ তিনি লোকসভার বর্তমান সাংসদ। লোকসভার অধিবেশনে ওনার উপস্থিত থাকা জরুরি৷ কিন্তু তিনি লোকসভায় হাজির হবেন কীভাবে ? অথচ এই গরহাজিরায় ওনার কোনও দোষই নেই৷

কিন্তু বিচিত্র নিয়মে ফেঁসেছেন সাংসদ ফারুক আবদুল্লা৷ সরকারই তাঁকে আটকে রেখেছে, অথচ এ পর্যন্ত মোট ৩ বার ফারুক আবদুল্লাকেই লোকসভা থেকে ছুটির আবেদন করতে হয়েছে৷
RTI আইনের ভিত্তিতে করা এক আবেদনের উত্তরে লোকসভার সচিবালয় সূত্রে এখবর জানা গিয়েছে । গত বছর ৫ আগস্ট থেকে ফারুক আবদুল্লা নিজের শ্রীনগরের বাড়িতে কেন্দ্রীয় সরকারের হাতে গৃহবন্দি রয়েছেন। ১৬ সেপ্টেম্বর থেকে তাঁর আটক প্রক্রিয়াকে নাগরিক সুরক্ষা আইন বা PSA–র আওতায় আনা হয়েছে।
RTI- জানা গিয়েছে, ফারুক আবদুল্লা ছুটির আবেদন করেছিলেন, গত ৫-৬ আগস্ট, ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ৩১ জানুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি। যার অর্থ PSA–র পর দুবার ছুটির আবেদন করেছিলেন ফারুক আবদুল্লা।

লোকসভার গরহাজির সদস্যদের বিষয়টি দেখার জন্য তৈরি কমিটিতে ফারুকের আবেদন পাঠানো হয়েছে। সেই কমিটি তাঁর আবেদন খতিয়েও দেখছে, ফারুকের দাবি সত্যি না মিথ্যা । তারপর হবে ছুটির অনুমোদন ৷

Previous articleচুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে জালে কড়েয়া স্ট্রিটের ‘খুনি’
Next articleউন্নত  বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকেই গুরু দায়িত্ব নিতে হবে : সমবায় মন্ত্রী