Saturday, August 23, 2025

আকাশ দেখতে অনেকেরই ভালো লাগে। রাতের আকাশে তারা দেখে অনেকটা সময় কাটিয়ে দেন অনেকে। পৃথিবীর বুকে আকাশ দেখা অন্যরকম নেশা। কল্পনায় চলে যাওয়া যায় মহাশূন্যে। কিন্তু বাস্তবে পারে ক’জন? অরুণিমা পেরেছিল। নাসার গোপন অভিযানে সে ছুটে গিয়েছিল মঙ্গলগ্রহের দিকে। বাংলার প্রথম মেয়ে যে পাড়ি দিচ্ছিল লালগ্রহে। তেমনটাই জানিয়েছে নাসা। কিন্তু সত্যিই কি তাই? বাকিটা জানতে অবশ্যই আসতে হবে প্রেক্ষাগৃহে।


২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে স্পেস ফিকশন ‘দিন রাত্রির গল্প’। যেখানে দর্শকের জন্য থাকছে একাধিক চমক। শুধু মহাকাশ নয়। সিনেমায় তুলে ধরা হয়েছে মানুষের মনের গভীর গোপন অন্ধকারকেও। যে অন্ধকার বিপরীতে থাকা মানুষও বোধহয় বুঝে উঠতে পারে না। প্রবল বর্ষার রাতে এক মহিলা আশ্রয় নেন এক বাড়িতে। তবে সাধারণ বাড়ি যেমন হয়, মোটেই তেমন বাড়ি নয়। সবসময় কিছু একটা চলছে সেখানে। বাড়ির ভিতর অস্থিরতা। বাড়ির মালিকের ধারণা একটু মননিবেশ করলে সংযোগ স্থাপন করা যায় মৃতদের সাথেও। আর পৃথিবীর সবচেয়ে বড় খুনির নামও জানা যায় সেখানে।

কে তিনি? অন্ধকার বাড়ির রাত কেটে কি এসেছিল সূর্যের আলো? না কি প্রখর রোদেও দেখা যায় রাতের অন্ধকার? এই দিন রাত্রির দোলাচলকে নিয়েই পরিচালক প্রসেনজিৎ চৌধুরীর নতুন ছবি। ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় এই ছবিটি। পরিচালকের দাবি এটাই বাংলার প্রথম স্পেস ফিকশন। দর্শকদের নজর কাড়বেন রজতাভ দত্ত। যোগ্য সঙ্গতে প্রদীপ মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, দেবেশ রায় চৌধুরী, সুপ্রীতি চৌধুরী, সৌরভ চক্রবর্তী, রায়তি ভট্টাচার্য। ফিল্মের সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু দত্ত। মুহূর্তদের ক্যামেরাবন্দি করেছেন মৃন্ময় মণ্ডল। এই বসন্তে এক ঝলক মুক্তির হাওয়া নিয়ে আসতে চলেছে ‘দিন রাত্রির গল্প।’

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version