রাজনীতিতে বীরাপ্পন-কন্যা, যোগ দিলেন কোন দলে?

একসময়ে শুধু দক্ষিণ ভারত নয়, সারা দেশেরই ত্রাস ছিলেন তিনি। তাঁর জন্য ঘুম ছুটেছিলেন প্রশাসন তথা সরকারের। প্রয়াত সেই চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে এবার যোগ দিলেন কেন্দ্রের শাসকদলে। শনিবার, তামিলনাড়ুর রাজ্য বিজেপি দফতরে একটি অনুষ্ঠানে দলে যোগ দেন বীরাপ্পন-তনয়া বিদ্যা রানি। শুধু বিদ্যাই নন, অন্যান্য দল থেকে কমপক্ষে হাজার খানেক কর্মী এদিন গেরুয়া শিবিরে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক মুরলীধর রাও ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধাকৃষ্ণণ।
পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কাজ করার জন্যই বিজেপিতে যোগ বলে জানান বিদ্যা রানি। পদ্মশিবিরে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন বীরাপ্পন-কন্যা। তাঁর মতে, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব শ্রেণির মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন মোদি। সেই সরকারি প্রকল্পগুলিই তিনি অনগ্রসর মানু্ষের কাছে পৌঁছে দিতে চান।

Previous articleকেমন ছিল চিনের হোটেল-বন্দি জীবন, খাদ্য ছিল কী? ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে জানালেন সিউড়ির আরিফ
Next articleকলকাতার ‘শাহিনবাগ’-এ ক্যানভাসে প্রতিবাদ