কেমন ছিল চিনের হোটেল-বন্দি জীবন, খাদ্য ছিল কী? ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে জানালেন সিউড়ির আরিফ

করোনাভাইরাস ভয়াবহ আকার নিয়েছে চিনে। সেখানেই গবেষণার কাজে গিয়েছিলেন কাজি আরিফ ইসলাম। নোভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত উহান। সেখানকার বিশ্ববিদ্যালয়েই গবেষণা করছিলেন সিউড়ির এই মেধাবি ছাত্র। ভারতীয় দূতাবাস ও চিনা প্রশাসনের সহায়তায় সদ্য বাড়ি ফিরেছেন আরিফ। কেমন ছিল এনসি-র হোটেলে বন্দি অবস্থায় থাকার অভিজ্ঞতা, কী খেয়ে থেকেছিলেন আরিফ সহ তাঁর সহপাঠীরা, কীভাবে ফিরলেন বাড়ি, এখন কী পরিস্থিতি উহানে? সব কথাই অকপটে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে জানিয়েছেন কাজি আরিফ ইসলাম।

 

Previous articleবাহুবলী’ ট্রাম্প, মেলানিয়া তাঁর জেঠিমা! মার্কিন প্রেসিডেন্টের টুইট ঘিরে বিতর্ক
Next articleরাজনীতিতে বীরাপ্পন-কন্যা, যোগ দিলেন কোন দলে?