কলকাতার ‘শাহিনবাগ’-এ ক্যানভাসে প্রতিবাদ

সাদা ক্যানভাসে ফুটে উঠল প্রতিবাদের ভাষা। আগেই রং-তুলিতে এনআরসি-সিএএ বিরোধী বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিত্র-প্রতিবাদ কলকাতার ‘শাহিনবাগে’। রবিবার পার্ক সার্কাস ময়দানে আয়োজন করা হয়েছিল অঙ্কন উৎসবের। কোনও প্রতিযোগিতা নয়। বরং বয়স নির্বিশেষে আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হল সিএএ, এনআরসি বিরোধী বার্তা। এই অঙ্কন উৎসবের বিষয় ছিল “আলাদা ভাষা, আলাদা পোশাক হলেও হিন্দুস্থান সবার দেশ”।

জানুয়ারি মাস থেকে সিএএ, এনআরসি-র বিরোধিতায় অবস্থান শুরু হয়েছে পার্ক সার্কাসের। রাতভর জেগে আন্দোলন করছেন মহিলারা। এই প্রতিবাদ মঞ্চে প্রতি রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আট থেকে আশি সকলেই এই আঁকার মাধ্যমে প্রতিবাদে শামিল হন। উদ্যোক্তারা জানান, শিশুরা কোনও অংশে পিছিয়ে নেই। তারাও এই আঁকার মাধ্যমে সিএএ, এনআরসি বিরোধিতা করছে। আদিম যুগে যেমন কথা না বলতেও পারলেও ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। তেমন ভাবে ছবির মাধ্যমে কেন্দ্রের নীতির প্রতিবাদ জানানো হচ্ছে।

Previous articleরাজনীতিতে বীরাপ্পন-কন্যা, যোগ দিলেন কোন দলে?
Next articleফের ব্যর্থ কোহলি-পূজারা, তৃতীয় দিনেও এগিয়ে নিউজিল্যান্ড