Saturday, August 23, 2025

ফের ব্যর্থ কোহলি, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৪ রান তুলে লড়ছে ভারত

Date:

ফের কোহলির ব্যর্থতা ৷ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের অর্ধশতরান ৷ পাশাপাশি দেশের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার অতিরিক্ত রক্ষণশীল ব্যাটিং ৷ সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতের ব্যাটিং ব্রিগেড ৷ মেন ইন ব্লু-কে ম্যাচে ফেরাতে মরিয়া লড়ে যাচ্ছেন অজিঙ্কা রাহানে এবং হনুমা বিহারি ৷ 60 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 135 রান তুলেছে ভারত ৷
কিউয়ি সফরে কিছুতেই রানের খরা কাটছে না বিরাট কোহলির ৷ বিশেষ করে ট্রেন্ট বোল্টের সামনে ৷ রবিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন কোহলির অবদান 43 বলে 19 রান৷ বোল্টের ডেলিভারিতে উইকেটের পিছনে থাকা ওয়েটলিংয়ের মুঠোবন্দী হয়ে ফেরেন তিনি ৷ পৃথ্বী দ্রুত ফিরলেও অপর প্রান্ত ধরে রেখে এগোচ্ছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৷ কর্ণাটকী ব্যাটসম্যানের ব্যাটিংয়ে যতটা ইতিবাচকভাব ছিল ঠিক ততটাই নেগেটিভ ছিলেন পূজারা ৷ ভারতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল ভরসা জোগাতে পারলেন না মোটেও ৷ 81 বলে তাঁর অবদান মাত্র 11 রান ৷
তিনি খেলতে পারবেন কিনা সেটাই অনিশ্চিত ছিল ৷ চোট সারিয়ে ফেরা সেই ঈশান্ত শর্মাই দলে এসেই কামাল দেখালেন ৷ প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা কিছুটা হলেও ভুলিয়ে দিতে পেরেছেন দেশের এই ফাস্ট বোলার ৷ তাও প্রথম ইনিংসে 183 রানের বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড ৷
দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেটে 216 রানে শেষ করেছিল কিউয়িরা ৷ একটা সময় 2 উইকেটে 166 রান ছিল নিউজ়িল্যান্ডের ৷ দুই ওপেনার টম ল্যাথাম এবং টম ব্লান্ডেলকে ফেরানোর পর ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রস টেলরকে (44) আউট করে মেন ইন ব্লুকে লড়াইয়ে ফেরান ঈশান্ত ৷ তৃতীয় দিনের শুরুতেই কেন উইলিয়ামসনদের ঝটকা দেন জসপ্রীত বুমরা ৷ দিনের প্রথম বলেই আগের দিনের অপরাজিত থাকা ওয়াটলিংকে (14) ফেরান তিনি ৷ এরপর ফের আছড়ে পড়ে ঈশান্ত ঝড় ৷ তাঁর চতুর্থ শিকার হন টিম সাউদি (7) ৷ শেষ বেলায় 24 বলে 38 রানের ক্যামিও ইনিংস খেলা ট্রেন্ট বোল্টকে ফিরিয়ে এক ইনিংসে পাঁচটি উইকেট ঝুলিতে পোরেন দেশের এই ল্যাঙ্কি পেসার ৷ রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন তিনটি উইকেট ৷ চারটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বস্ত করে ছেড়েছিলেন অভিষেককারী ডান হাতি পেসার কাইলি জেমিসন ৷ ব্যাট হাতেও ছন্দে দেখাল তাঁকে ৷ চারটি ছয় ও একটি চারের সাহায্যে 45 বলে 44 রান 183 রানে পিছিয়ে থাকে কোহলিরা৷
দ্বিতীয় ইনিংসের শুরুতেই কোহলিদের ঝটকা দেন ট্রেন্ট বোল্ট ৷ বাঁ হাতি কিউয়ি পেসারের বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বী শ ৷ ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পূজারা ৷ 26 ওভার শেষে ভারতের স্কোর 58 ৷ প্রাথমিক ঝটকা সামলে তৃতীয় দিনে ঘুরে দাঁড়াতে পারে কি না ভারত, সেটাই দেখার ৷নিউজ়িল্যান্ডের রান তোলা আটকানো যায়নি ৷ প্রথম ইনিংসে 348 রানে শেষ করে হোম টিম ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ১৪৪ রান তুলেছে কোহলি ব্রিগেড৷ এখন দেখার কত বড় অঙ্কের রান কিউয়দের সামনে খাড়া করতে ভারত৷

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version