ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় দাঁড়িয়ে রাজস্থানের ময়াঙ্ক প্রতাপ সিংহ। বয়স মাত্র ২১ বছর। দেশের কনিষ্ঠতম বিচারকের তকমা পেতে চলেছেন তিনি।
রাজস্থান জুডিশিয়াল সার্ভিসেস ২০১৮-এর পরীক্ষা মাত্র ২১ বছর বয়সেই পাশ করেছেন ময়াঙ্ক। ফলে তাঁর বিচারক হতে আর কোনও বাধা নেই।
তিনি বলেন, ২০১৪ সালেই রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি কোর্সে ভরতি হয়ে যাই। ৫ বছরের সেই কোর্স শেষ হয়েছে।
উল্লেখ্য, কিছু দিন আগে পর্যন্ত জুডিশিয়াল সার্ভিসেসের পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ছিল ২৩ বছর। সেটা কমিয়ে ২১ বছর করা হয়েছে রাজস্থান হাইকোর্টের নির্দেশে।