Saturday, November 15, 2025

“দুধের স্বাদ ঘোলে মেটানো”, ভাইয়ের তৃণমূলে যোগদান নিয়ে এ কী বললেন মান্নান!

Date:

দুধের স্বাদ কেউ যদি ঘোলে মেটাতে চায় তাহলে সে বিষয়ে তাঁর কোনও বক্তব্য নেই। ভাই মুজিবর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের। ভাই ও ভাইয়ের বৌ তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলকে কটাক্ষ করে আবদুল মান্নান জানান, তাদের দলে নিশ্চয় আবদুল মান্নানের গুরুত্ব আছে, সেই কারণেই তাঁর ভাইকে তৃণমূলে যোগদান করিয়ে প্রচার করছে।
আবদুল মান্নান বলেন “কেউ যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় তাহলে আমার কিছু বলার নেই। আমার কাছেই ওই ভাইয়ের কোনও গুরুত্বই নেই। আমি আমার সম্পত্তির উত্তরাধিকারও তাকে করিনি। সে আমার ভাই একথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজনীতির সঙ্গে বা আমার সঙ্গে সরাসরি মুজিবরের কোনও যোগ নেই”। বিরোধী দল নেতা বলেন, তাঁর পরিবারের বিভিন্ন সদস্য সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন। তাঁরা কে, কোথায়, কী করছেন তাঁর দায় আবদুল মান্নানের নয়।
বেশ কিছু আগে, আবদুল মান্নানের তৃণমূলে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। রাজ্য সরকারের আমন্ত্রণে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালেও হাজির ছিলেন তিনি। এরপরেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সেই জল্পনার পালে হাওয়া লাগায়। এবার তাঁর ভাইয়ের শাসকদলে যোগদানের বিষয়ে আবদুল মান্নান “দুধের স্বাদ ঘোলে মেটানো”-র মন্তব্যে কী ইঙ্গিত দিতে চাইলেন তা নিয়ে আলোচনা তুঙ্গে।

Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version