প্রয়াত সিপিএম নেতা বিনয় দত্ত। হুগলি জেলা সিপিএমের কৃষকসভার দাপুটে নেতা ছিলেন। বয়স হয়েছিল ৭২। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে। শনিবার তাঁর মৃত্যু হয়। আরামবাগ থেকে তিনি তিনবার বিধায়ক নির্বাচিত হন। রাজ্যে পালা বদলের পর তিনি বারবার আক্রান্ত হলেও, বিনয়বাবুকে আন্দোলন থেকে সরানো যায়নি। এনআরএস হাসপাতালে তিনি দেহ দান করেন।