জেনারেল বেডে দেওয়া হল দিব্যাংশুকে, আর স্কুলে যেতে চায় না সে

অনেকটাই সুস্থ হওয়ার পথে পোলবা কাণ্ডে আহত দিব্যাংশু। তাকে রবিবার জেনারেল বেডে দেওয়া হল । বাবা ও মায়ের সঙ্গে কথা বলেছে খুদে পড়ুয়া। কিন্তু আর স্কুলে যেতে চায় না, জানিয়েছে মাকে।
দিন কয়েকের মধ্যে আরও  সুস্থ হয়ে উঠবে সে। এমনটাই জানানো হয়েছে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে ওই শিশুর পরিবারকে।
আরেক আহত শিশু ঋষভ সিংহ-এর গতকাল মৃত্যু হয়। যদিও অক্সিজেন সাপোর্ট সিস্টেম ছাড়া এখনও স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে দিব্যাংশু। তার মাকেও তার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আরও কয়েকদিন এন্টিবায়োটিক চলবে তার। দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলতে মনোবিদের সাহায্য নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । তারপরই তাকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে ।

Previous articleএকনজরে দেখে নিন ট্রাম্পের দুদিনের ভারত সফরের সময়সূচি
Next articleআহমেদাবাদে ট্রাম্পের মেনুতে রকমারি পদ, কী থাকছে জানেন?