আহমেদাবাদে ট্রাম্পের মেনুতে রকমারি পদ, কী থাকছে জানেন?

আজ সোমবার দু’দিনের ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আহমেদাবাদ সেজে উঠেছে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানাতে। তাঁদের জন্য তৈরি
রকমারি খাবারের সম্ভার। এই সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হবে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সামনে।
আহমেদাবাদে বিমান থেকে নামার পর গুজরাতি সুস্বাদু খাবার স্বাদ নেবেন তাঁরা। ‘ফরচুন ল্যান্ডমার্ক হোটেল’-এর শেফ সুরেশ খান্না জানিয়েছেন, খামান, ভিন্নশস্যের রুটির মতো রকমারি খাবারের সম্ভার সাজিয়ে দেওয়া হবে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সামনে। তিন‌ি জানাচ্ছেন, ‘‘এটা একটা বড় দিন। মার্কিন রাষ্ট্রপতির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আমরা তাঁর সফরের দিকে সত্যিই তাকিয়ে রয়েছি। গুজরাতের স্থানীয় পদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যথা- খামান, ব্রকোলি সামোসা, ঘন মধুর কুকিজ, ভিন্ন শস্যের রুটি, ডাবের জল, আইস টি, স্পেশাল চা ও তেলেভাজা।”
তিনি জানান, সমস্ত মেনুই পরিবেশনের আগে পরীক্ষা করে নেওয়া হবে।

Previous articleজেনারেল বেডে দেওয়া হল দিব্যাংশুকে, আর স্কুলে যেতে চায় না সে
Next articleব্রেকফাস্ট নিউজ