বিরোধিতা ছাড়াই সমাবর্তনে যোগ আচার্য তথা রাজ্যপালের

কোনও বিরোধিতা ছাড়াই নির্বিঘ্নে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে পৌরহিত্য করলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মঙ্গলবার সভাপতিত্ব করেন তিনি। ভাষণে রাজ্যপাল বলেন, রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাতের প্রভাব পড়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপর। সেই দ্বন্দ্ব মেটানোর আপ্রাণ চেষ্টা তিনি করছেন বলেও দাবি করেন ধনকড়।

এর আগে যতবার রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালের যাওয়ার সম্ভাবনা হয়েছে, সেখানেই সমস্যা দেখা দিয়েছে। পড়ুয়া বা শিক্ষাকর্মীদের বিক্ষোভের মুখে পড়ে অনুষ্ঠানে যোগ না দিয়েই ফিরতে হয় আচার্যকে। কখন আবার তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। এনিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। এদিনের সমাবর্তনে রাজ্য-রাজ্যপাল শান্তিপূর্ণ সহাবস্থানে আশার আলো শিক্ষামহলে।

আরও পড়ুন-রাজ্যে আড়াই হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত

Previous articleরাজ্যে আড়াই হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত
Next articleভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ : মোদি