Wednesday, December 3, 2025

নাম না করে আপ-কে অশালীন আক্রমণ, দলেই ভর্ৎসনার মুখে সেলিম-পুত্র

Date:

Share post:

স্যোশাল মিডিয়ায় কটূক্তি করায় দলের মধ্যেই ভর্ৎসনার মুখে সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের বড় ছেলে রাসেল আজিজ। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের জেরে রবিবার থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি। সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই তুমুল উত্তেজনা ছড়ায় মৌজপুরে। নাম না করে দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আম আদমি পার্টির বিরুদ্ধে অশালীন ভাষায় নিজের ফেসবুক পোস্ট করেন রাসেল। সেই পোস্টেই পাল্টা জবাব দেন সিপিআইএমের আরএক পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু। সরাসরি লেখেন, “তোর কোনও বাস্তব ধারণা থাকলে, এটা ফোকাস হোতো না! গত দু’তিন মাসের নিরবিচ্ছিন্ন ঘৃণার রাজনীতির ফল এটা। সঙ্গে পুলিশের ভূমিকা , দাঙ্গাবাজদের পক্ষে। জেএনইউ, জামিয়া , শাহীন বাগ– সব জায়গাতেই একই প্যাটার্ন । সে সব বাদ দিয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ফোকাস না করাটা অন্যায় , রাজনৈতিক ভুল।” বর্ষীয়ান বাম নেতার মতে, সেলিম পুত্রের এই পোস্টে বিজেপির লক্ষ্যই সফল হয়েছে। কারণ, এতে আক্রমণের তির গিয়েছে আপের বিরুদ্ধে।

দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের। সেই কারণে, দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বিরোধীরা অমিত শাহের ব্যর্থতাকে টার্গেট করতে চাইছে। এই পরিস্থিতি আজিজের এই ধরনের পোস্ট বিজেপিকেই স্বস্তি দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মহম্মদ সেলিমের মতো সুবক্তার পুত্রের এই ধরনের অশ্লীলভাষার পোস্ট ঘিরেও সমালোচনা শুরু হয়েছে।

কেজরিওয়ালের দিল্লি জয়কে অভিনন্দন জানিয়েছিলেন বাম নেতৃত্ব। বিজেপি-কে আটকানোর জন্য সাধুবাদ দিয়েছিলেন সীতারাম ইয়েচুরিরা। আলিমুদ্দিনের নেতারাও বিজেপি ও তৃণমূলকে এক আসনে বসিয়েই আক্রমণ শানান। এই পরিস্থিতিতে নাম না করে আপ সরকারকে আজিজের আক্রমণ বাম নেতৃত্বকেই কার্যত অস্বস্তিতে ফেলেছে বলে মত রাজনৈতিক মহল।

আরও পড়ুন-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে শান্তি মিছিলের প্রস্তাব কেজরিওয়ালের

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...