ভরা বসন্তেও জাঁকিয়ে ঠান্ডা পাহাড় থেকে সমতলে

ঠান্ডা কি থেকেই যাবে? ভরা বসন্তেও ঠান্ডায় জবুথবু পাহাড় থেকে সমতল। মঙ্গলবার দার্জিলিঙের টাইগার হিলে তুষারপাত হয়। পাশাপাশি সোনাদাতেও হয় শিলাবৃষ্টি। আবার একইভাবে সমতলে চলে বৃষ্টি। এই বৃষ্টির ফলে ফের নামে তপমাত্রা। জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। এদিকে পাহাড়ে তুষারপাত হওয়ায় আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। যদিও পাহাড়েও বৃষ্টি পড়ায় তাঁদের আনন্দে সাময়িক বাঁধা পড়ে। স্থানীয়রা ভেবেছিল এবারের মতো ঠান্ডা বিদায় নিয়েছে। কিন্তু না। তবে অসময়ে তুষারপাত হওয়াতে বাড়তি আনন্দ পেয়েছে উপস্থিত পর্যটকরা। তুষারপাত হলেও রোদের দেখা মেলেনি শিলিগুড়ি শহরে।

আরও পড়ুন-জিএসটি ক্ষতিপূরণ মিলবে তো! চিন্তায় রাজ্য

Previous articleমোদির প্রশংসা করায় অরুণ মিশ্রকে কী বলল বার অ্যাসোসিয়েশন!
Next articleধর্ম নিয়ে মোদির পাশে ট্রাম্প