‘নমস্তে ট্রাম্প’ সমাবেশে সৌরভ কেন?

‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে প্রথম সারিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশে অমিত শাহর পুত্র জয় শাহ।
ছবি ভাইরাল। জল্পনা তুঙ্গে।
ব্যাখ্যা এতদূরও পৌঁছেছে যে সৌরভকে মুখ হিসেবে সামনে রেখেই বাংলায় নামবে বিজেপি।
মোদি, অমিত শাহর সঙ্গে সৌরভের সুসম্পর্ক নিয়ে নানারকম রাজনৈতিক চর্চা বাড়ছে।
কিন্তু, বিসিসিএ সূত্র বলছে, এসব রাজনৈতিক কথাবার্তার কোনো অর্থ নেই।
সৌরভ গেছেন বোর্ড সভাপতি হিসেবে। জয় শাহ ছিলেন সচিব হিসেবে। কারণ “নমস্তে ট্রাম্প” অনুষ্ঠান হলেও আসলে এটি ছিল মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন, যেটি এখন বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ফলে বোর্ড সভাপতিকে আমন্ত্রণ করা হয়েছিল। সৌরভ তাতে সাড়া দিয়ে সেখানে যান। এর মধ্যে কোনো রাজনীতি নেই।

আরও পড়ুন-বিজেপি ছাড়ার পথ খুঁজছেন মুকুল রায়?

Previous articleবিজেপি ছাড়ার পথ খুঁজছেন মুকুল রায়?
Next articleআমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র