লাইভ রিপোর্টিংয়ে হঠাৎ চালু হল ক্যামেরার ফিল্টার! সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক সাংবাদিক

লাইভ রিপোর্টিংয়ে হঠাৎই চালু হয়ে গেল ক্যামেরার ফিল্টার। জায়গাটি আমেরিকার নর্থ ক্যারোলিনা। সেখানে তুষারপাত চলছে। ক্যারোলিনার অ্যাশভিল এলাকায় লাইভ করতে গিয়েছিলেন তিনি। এই আবহাওয়ার পরিস্থিতি দর্শকদের সামনে তুলে ধরার জন্য লাইভ রিপোর্টিং করছিলেন এক সাংবাদিক। নাম জাস্টিন হিন্টন। এরপর তাঁর লাইভ রিপোর্টিংয়ের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

সাংবাদিক জাস্টিন হিন্টন তাঁর দক্ষতার সঙ্গে ক্যামেরার সামনে আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরছিলেন। কিন্তু এই কাজ করার সময় তাঁর অজান্তেই ক্যামেরার ফিল্টার চালু হয়ে যায়। যার জেরে তাঁর মুখের উপর ভেসে উঠতে থাকে একের পর এক প্রতিকৃতি। কখনও সান্তা ক্লজের টুপি, কখনও নকল দাড়ি। কখনও হেলমেট তো কখনও বিড়াল। কিন্তু জাস্টিন জানতেই পারেননি যে তাঁর লাইভে এই ঘটনা ঘটছে। তিনি নিজের মতো করে লাইভ রিপর্টিং করে যাচ্ছেন।

Previous articleট্রলির ভিতর মৃতদেহ, প্রকাশ্যে পরিচয়
Next articleআপাত শান্ত রাজধানীতে মৃতের সংখ্যা ৩৪, গ্রেফতার ১০৬