Sunday, August 24, 2025

পুরভোট নিয়ে বৈঠক ধনকড়-সৌরভের

Date:

Share post:

পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার বেলা ১১:১৫ তে রাজভবনে আসেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস।নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যপাল পুরভোটের প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন নির্বাচন কমিশনারকে । প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তাঁরা। পুরভোটের পূর্বপ্রস্তুতি এবং নিরাপত্তা জানতে চেয়েছেন রাজ্যপাল।

রাজ্যপাল জানান, পঞ্চায়েত নির্বাচনের ঘটনার পুনরাবৃত্তি যাতে রাজ্যে আসন্ন পুরসভার ভোটে না হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যা ক্ষমতা আছে সেই একই ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের। তাই ভোট পরিচালনা করতে যা যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন তা অনায়াসেই করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণভাবে আসন্ন পুরসভার নির্বাচনকে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার কে।

সংবিধানের 243K- এর তিন নম্বর উপধারায় যে নির্দেশ দেওয়া আছে সেই মোতাবেক নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যদি কোন কর্মী নিয়োগ করতে হয় তার জন্য অবিলম্বে রাজ্য নির্বাচন কমিশন যেন রাজ্যপালের কাছে আবেদন জানান সেই অনুরোধও জানিয়েছেন রাজ্যপাল।

কেবলমাত্র শাসক দল সব ক্ষমতাকে কাজে লাগিয়ে সুযোগ-সুবিধা ভোগ করবে তা নয় সব রাজনৈতিক দলকেই সমান গুরুত্ব দেওয়ার কথা বলেছেন রাজ্যপাল। প্রয়োজনে নির্বাচনের কাজে গাফিলতির কারণে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতোই রাজ্য নির্বাচন কমিশনও বদলি করে দিতে পারে যেকোনো কর্মীকে নির্বাচনী বিধি লাগু হওয়ার পর। তবে এদিন রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে কোনভাবেই জানতে চাননি ভোট প্রক্রিয়া ইভিএমে হবে নাকি ব্যালট পেপারে হবে। তবে আশাতীত ভাবে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এদিন তার সচিব নিলাঞ্জন শাণ্ডিল্য কে সঙ্গে নিয়ে গিয়েছিলেন রাজ্যপালের কাছে। সেখানে তিনি জানিয়ে এসেছেন আগামী চৌঠা মার্চ রাজ্যের সব জেলাশাসক দের নিয়ে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য জরুরি বৈঠক করবেন। পাশাপাশি এই প্রথম রাজ‌ নির্বাচন কমিশন চালু করতে চলেছে ওয়েব বেস্ট গ্রিভান্স সেল। যার মাধ্যমে যেকোনও মানুষ পুরসভার ভোট সংক্রান্ত যে কোন অভিযোগ এবার জানাতে পারবেন সরাসরি এর মাধ্যমে। এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুন-‘রুটিন বদলি’ নিয়েও নোংরা রাজনীতি, কংগ্রেসকে দুষলেন আইনমন্ত্রী

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...