রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করা হয়েছে মালদহে। ৫ মার্চ মালদহে আদিবাসী সম্প্রদায়ের গণবিবাহের অনুষ্ঠান রয়েছে। প্রায় দু’শো আদিবাসী কন্যার বিয়ে হবে ওইদিন। ওই গণবিবাহ অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগে মালদায় বিশ্ব হিন্দু পরিষদের আদিবাসীদের বিয়ে দিয়ে ধর্মান্তকরণ করছে বলে অভিযোগ ওঠে। এবার রূপশ্রী প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করছে তৃণমূল শিবির। এই গণবিবাহের মাধ্য দিয়ে আদিবাসীদের পাশে থাকার বার্তা দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
‘রূপশ্রী’ প্রকল্পে বিয়েতে আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। যেসব পরিবারের আর্থিক সঙ্গতি কম, তাদের ক্ষেত্রে মেয়ের বয়স ১৮ হওয়ার পর বিয়ের জন্য এককালীন ২৫০০০ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের কথা আদিবাসীরা যাতে জানতে পারে তাই গণবিবাহের আয়োজন করা হয়েছে বলে খবর। অন্যদিকে চলতি মাসে গণবিবাহ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মালদহে। আটমাইলে আদিবাসী যুবক-যুবতীদের গণবিবাহের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ, হিন্দু রীতি মেনে বিয়ে দেওয়া হচ্ছিল তাঁদের। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়।

আরও পড়ুন-মমতাদি উন্নয়ন করে ফার্স্ট হোক, কিন্তু ভোট শান্তিপূর্ণ হোক! আবেদন অধীরের
