দিল্লির হিংসায় গ্রেফতার ৬০০, বাড়বে আরও

দিল্লির হিংসায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান। তবে এখন দিল্লি অনেকটা শান্ত। শুক্রবার সকাল থেকে কোনও কোনও এলাকায় ১৪৪ ধারা তুলে নেওয়া হয়৷ দিল্লি হিংসা কান্ডে এখনও পর্যন্ত ৬০০ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ইতিমধ্যে আপ নেতা সঞ্জয় সিং দিল্লি পুলিশের কাছে জানতে চান, তাঁদের দায়ের করা এফআইআর-এ সেইসমস্ত বিজেপি নেতাদের নাম রয়েছে কী না, যাঁদের হিংসামূলক বার্তা রাজধানীতে হিংসা ছড়ানোয় ইন্ধন যোগাচ্ছে। অভিযোগ, কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর ও পর্বেশ ভর্মার মত বিজেপি নেতার বার্তায় দিল্লির হিংসা পরিস্থিতিতে ইন্ধন যুগিয়েছে ।
এদিকে দায়িত্ব নেওয়ার পর দিল্লির নতুন পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করা হবে৷ তাঁদের শাস্তি দেওয়ারও ব্যবস্থা করা হবে৷

আরও পড়ুন-শাহিনবাগের দাদি প্রশংসায় ভরিয়ে দিলেন মমতাকে

Previous articleভারতের সামনে ১১৪ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা
Next articleকানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ কেজরিওয়াল সরকারের