Thursday, May 8, 2025

এল কে রাহুলের কর্ণাটক ১২২ রানে অল আউট। রঞ্জিতে বাংলা এগিয়ে প্রথম ইনিংসে। বাংলার ৩৪২-এর জবাবে পেসারদের মুখে শেষ কর্ণাটক। বাংলা আবার ব্যাট করছে। প্রথম ইনিংসের লিডেই জয়ের কাছে চলে গেছে বাংলা।

ব্যাটে অনুষ্টুপ মজুমদার অপরাজিত থাকলেন ১৪৯ রানে। বলে আগুন ঝরালেন ঈশান পোড়েল-আকাশ দীপ। ঈশান নিলেন পাঁচ উইকেট। আকাশ দীপ নিলেন তিন উইকেট। এই তিনজনের দাপটে কর্নাটকের বিরুদ্ধে ইডেনে রঞ্জি সেমিফাইনালের দ্বিতীয় দিনে চালকের আসনে বাংলা। বাংলার প্রথম ইনিংসে ৩১২ রানের জবাবে ৩৬.২ ওভারে ১২২ রানে শেষ হল কর্নাটক। ১৯০ রানের লিড পেল অভিমন্যু ঈশ্বরনের দল।

রবিবার সকালে নয় উইকেটে ২৭৫ নিয়ে শুরু করেছিল বাংলা। সেখান থেকে দলকে ৩১২ রানে পৌঁছে দেয় বাংলার শেষ উইকেটের জুটি। দশম উইকেটে অনুষ্টুপ ও ঈশান যোগ করেন ৫৪ রান। অনুষ্টুপ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৪৯ রানে। ২০৭ বলের ইনিংসে অনুষ্টুপ মারেন ২১টি চার ও তিনটি ছয়। বাংলার মোট রানের প্রায় অর্ধেকই তাঁর। রনিত মোরের (৩-৫২) বলে ঈশান বোল্ড হওয়ায় দেড়শোর ঠিক আগে থামতে হল তাঁকে।

ঈশান পোড়েল নতুন বলেও দায়িত্ববোধের পরিচয়  দিলেন। চতুর্থ বলেই ফেরালেন কর্নাটকের ওপেনার রবিকুমার সমর্থকে (০)। স্লিপে ক্যাচ নিলেন মনোজ তিওয়ারি। নিজের দ্বিতীয় ওভারে ফের ফেরালেন কর্নাটকের অধিনায়ক করুণ নায়ারকে (৩)। করুণের ক্যাচ ধরলেন স্লিপে থাকা অনুষ্টুপ। পাঁচ রানের মধ্যে দুই উইকেট পড়ে গিয়েছিল কর্নাটকের।

তৃতীয় উইকেট পড়ল ৩৫ রানে। চারে নামা কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ (১৪) খোঁচা দিলেন আকাশ দীপের বলে। যা ধরলেন সেই মনোজ। চতুর্থ উইকেটে লোকেশ রাহুল ও মণীশ পাণ্ডে ইনিংস মেরামতের চেষ্টায় ছিলেন এর পর। ৫৬ রানে ফিরলেন মণীশ (১২)। তাঁকে বোল্ড করলেন মুকেশ কুমার।

কর্নাটকের হয়ে রীতিমতো ধারাবাহিক দেবদূত পাদিকাল এসেছিলেন ছয়ে। তিনি ঈশানের বলে ক্যাচ দিলেন দ্বিতীয় স্লিপে অনুষ্টুপকে। ফিরলেন চার রানে। ৬৩ রানের মধ্যে কর্নাটকের অর্ধেক দল তখন ফিরে গিয়েছে। এর পর এল মোক্ষম আঘাত। মুকেশ কুমারের বাইরের বল মারতে গিয়ে লোকেশ রাহুল ক্যাচ তুললেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দি করলেন অভিষেক রামন। ৬৫ রানে পড়ল আরও এক উইকেট। শ্রীনিবাস সরথ খোঁচা দিলেন ঈশানকে। প্রথম স্লিপে ধরলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন।

অষ্টম উইকেটে অভিমন্যু মিঠুন ও কৃষ্ণাপ্পা গৌতম ৫৬ রান যোগ করে ফলো অনের লজ্জা থেকে বাঁচান কর্নাটককে। কিন্তু তার পরই ফেরেন মিঠুন (২৪)। ঈশানের পঞ্চম শিকার হন তিনি। মিঠুনের ক্যাচ ধরেন আকাশ দীপ। দলীয় ১২১ রানে ফেরেন গৌতমও (৩১)। আকাশ দীপের বলে তাঁর ক্যাচ ধরেন পরিবর্ত ফিল্ডার অগ্নিভ পান। কর্নাটকের ইনিংস শেষ হয় ১২২ রানে। আকাশ দীপের বলে রনিত মোরের ক্যাচ ধরেন উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী। ঈশানের মতোই বোলিংয়ে নজর কাড়লেন আকাশ দীপ (৩-৩০) ও মুকেশ কুমার (২-৪৬)।

আরও পড়ুন-শহিদ মিনারের সভায় দিলীপ ঘোষ যা বললেন

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...
Exit mobile version