ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করল আমেরিকা-তালিবান

১৮ বছর ধরে চলা সংঘাতের অবসান হওয়ার প্রাথমিক ধাপ বলেই এই চুক্তিকে বর্ণনা করছেন বিশেষজ্ঞেরা। ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করল আমেরিকা-তালিবান। সিদ্ধান্ত, আল কায়দার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না তালিবান। অন্য দিকে আমেরিকা আফগানিস্তান থেকে ১৪ মাসের মধ্যে সমস্ত সেনা প্রত্যাহার করে নেবে। সূত্রের খবর, দিনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাজির ছিলেন কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পি কুমারন। এই প্রথম তালিবানের উপস্থিতিতে কোনও আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে হাজির রইলেন ভারতীয় প্রতিনিধি। কাতার সরকার ভারতকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিল।

আরও পড়ুন-বঙ্গ বিজেপির “সুপার সানডে”! এক নজরে শহরে অমিত সফরসূচি

Previous articleঅসাধারণ শামি-বুমরা, লিডে থাকলেও চাপে কোহলি ব্রিগেড
Next articleকরোনার ছোবলে প্রাণ হারালেন ১ মার্কিন নাগরিক