Thursday, November 6, 2025

ভারত সফরের কয়েক ঘণ্টা আগেই যাত্রা বাতিল বাংলাদেশ সংসদের অধ্যক্ষের

Date:

ভারত সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে আচমকাই তা বাতিল করলেন বাংলাদেশ জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন শারমিন চৌধুরী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার আমন্ত্রণে ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে সোমবার দিল্লি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সফর বাতিল করেন তিনি। সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ জানান, মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার কারণেই এই সফর বাতিল করা হয়েছে।
তবে, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতেই দিল্লি সফর বাতিল করেছেন জাতীয় সংসদের অধ্যক্ষ।
ভারত সফরের পাশাপাশি, জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোরও কথা ছিল শিরিন শারমিন চৌধুরীর। একইসঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ লোকসভার কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের সঙ্গেও সৌজন্য সাক্ষা‍তের কর্মসূচি ছিল। কিন্তু যাত্রা বাতিল করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দিল্লির হিংসার প্রেক্ষিতে এখনই সেখানে যাওয়া ঠিক হবে না বলেই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় সংসদের অধ্যক্ষ শিরিন।
এর আগেও গত জানুয়ারি মাসে দিল্লি সফর বাতিল করেছিলেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। সেই সময়ও মুজিববর্ষের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার সাফাই দিয়েছিলেন তাঁরা। কিন্তু রাজনৈতিক মহলের মতে, সিএএ-এনআরসি নিয়ে ভারত জুড়ে চলা বিক্ষোভ-আন্দোলনের মধ্যে এদেশে আসতে চাইছেন না বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version