ইভেন্ট লঞ্চেই শৃঙ্খলা আর পেশাদারিত্বের নজির রাখলো অভিষেক-পিকে জুটি

তৃণমূলের ইভেন্ট লঞ্চ ঘিরে নেতাজি ইন্ডোর কর্মযজ্ঞে অসাধারণ টিম ম্যানেজমেন্ট এর ছবি ধরা পড়ল। শুধুমাত্র দলীয় কর্মীরা নন, সঙ্গে প্রশান্ত কিশোরের টিম অসাধারণ ব্যবস্থাপনার ছাপ রাখল। প্রায় ২০ হাজার দলীয় নেতা-কর্মী এসেছেন। রীতিমতো সারিবদ্ধভাবে তাঁরা স্টেডিয়ামে প্রবেশ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, পরিচয় পত্র পেয়েছেন এবং স্টেডিয়ামের ভিতর স্বেচ্ছাসেবকরা তাঁদের নির্দিষ্ট আসনে বসিয়েছেন। একটা সময় দেখা গিয়ে আসন ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু সকলে খুব সুশৃঙ্খলা ভাবে দাঁড়িয়েছেন।

সংবাদিক থেকে আগত প্রতিনিধি, প্রত্যেকের হাতে ফাইল, প্রত্যেক সাংবাদিককে ইউনিট নিয়ে বসতে সাহায্য করা এবং হাতে টিফিন ও লাঞ্চ ধরিয়ে দিয়ে এতটুকু ভুল হয়নি। স্বেচ্ছাসেবকদের প্রত্যেকের যুব তৃণমূলের স্টিকার ইউনিফর্ম ছিল।

সুতরাং, দলকে কর্পোরেট এবং পেশাদারির মোড়কে মুড়তে গিয়ে শুরুতেই তৃণমূলের এমন নমুনা সিপিএম এবং বিজেপির মত তথাকথিত ক্যাডারভিত্তিক দলগুলোকেও কিন্তু চিন্তায় ফেলবে।

আরও পড়ুন-বিজেপি ২০০ সিট কেন টার্গেট করেছে? কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

Previous articleফাঁসি পিছনোর আর্জি খারিজ পাটিয়ালা হাউস কোর্টে
Next articleভাষা ভদ্র হলে ‘গোলি মারো’ স্লোগানে আপত্তি নেই দিলীপ ঘোষের