Friday, November 14, 2025

বিধানসভার আগে জোর জনসংযোগে, ‘বাংলার গর্ব মমতা’য় প্রচার কর্মসূচি ঘোষণা

Date:

বহু প্রতীক্ষিত ইভেন্ট ‘বাংলার গর্ব মমতা’ ঘোষণা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফে ৩ ধাপে প্রচার চলবে। ৭ মার্চ থেকেই শুরু হবে কর্মসূচি। রাজ্য সরকাররের উন্নয়নমূলক কাজের প্রচার একেবারের বুথ স্তরে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট ভিডিও মাধ্যমেও চলবে প্রচার। প্রত্যেক এলাকায় জনজাতির ভিত্তিতে আলাদা করে সভা, সম্মেলন চলবে। সবমিলিয়ে ‘বাংলার গর্ব মমতা’ ইভেন্টের মধ্যে আরও একগুচ্ছ প্রচার কর্মসূচি নিয়ে লড়াইয়ের ময়দানে নামছে রাজ্যের শাসকদল।তিনটি ধাপে কর্মসূচি পালিত হবে। প্রথম ধাপে প্রচার চলবে ৭ মার্চ থেকে ১৫ তারিখ, দ্বিতীয় ধাপে ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল ও তৃতীয় ধাপ ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।
• দলের পুরনো কর্মীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি সম্মেলন।
• ২৭৭ টি বিধানসভা কেন্দ্রে তফসিলি জাতির সদস্যদের জন্য সংহতি সভা
• ৯৭ টি বিধানসভা কেন্দ্রের তফসিলি উপজাতিদের সঙ্গে জনসংযোগে চেতনা সভা।
• ৩৫০০ পঞ্চায়েত ও পুরসভা এলাকায় জনসভা ‘বাংলার বার্তা’।
• ১ লক্ষ যুবককে নিয়ে ২০ হাজার জনবসতি এলাকায় যুবদের একত্রিত করে দলে যোগদান নবীন বরণ সভার অধীন।
• বিশিষ্ট সম্মেলনে ২৯৪ বিধানসভায় ১৫ হাজার মহিলাকে বিশেষ সম্মান প্রদান।
• ২৯৪ বিধানসভায় ২৫০০০ জনমত গঠনকারী মানুষের সঙ্গে তৃণমূলের সাথে মান্যজন-র অধীন একক বৈঠক নেতাদের।
দ্বিতীয় ধাপে ২০ মার্চ থেকে জনবসতিপূর্ণ এলাকায় হবে বঙ্গধ্বনি যাত্রা।
তৃতীয় পর্যায়ে হবে তৃণমূল পদাতিক সম্মেলন। ১৫০০ কিলোমিটার পদযাত্রা ও বুথ কর্মী সম্মেলন। ২৯৪ টি বিধানসভার অন্তত ৫ লক্ষ বুথে এই প্রচার হবে। তৃণমূল নেত্রী এতদিন বিভিন্ন সভায় উল্লেখযোগ্য যা বলেছেন, তা একত্রিত করে ট্যাবলোতে চালানো হবে সর্বত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের কাজ, রাজনৈতিক জীবন সংগ্রাম তুলে ধরা হবে ওই ভিডিওতে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version