উচ্চারণে ভুল ট্রাম্পের দোষ নয় আমরাই ঠিক উচ্চারণ শেখাতে পারিনি, বিজেপির সমালোচনায় মমতা

যথাযথ প্রস্তুতির অভাব ছিল? নাকি ক্ষমতার অহংকারে কার্যত উদাসীন থাকা। ভারত সফরে এসে অহমেদাবাদের স্টেডিয়াম থেকে মহান ভারতীয়দের শ্রদ্ধা জানাতে গিয়ে স্বামী বিবেকানন্দকে ‘বিবেকামুনডন’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। উচ্চারণের হোঁচট ধরা পড়ে সচিন তেন্ডুলকরের নাম বলতে গিয়েও। ভারতীয় ক্রিকেট কিংবদন্তীকে ‘শুচিন’ বলেছিলেন ট্রাম্প। উচ্চারণে ভুল ট্রাম্পের দোষ নয় আমরাই ঠিক উচ্চারণ শেখাতে পারিনি। ট্রাম্প উবাচে উচ্চারণের ভুলের জন্যও BJP শাসিত কেন্দ্রীয় সরকারকেই এবার দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নেতাজি ইনডোরে তৃণমূল নেত্রী বলেন, ‘এদের জন্য দেশের সম্মান তো তলিয়ে যাচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিল ভুলে গেছেন? বিবেকানন্দের নাম ভুল বলা হচ্ছে। উনি আমার দেশের মনীষী। তবে আমি কিন্তু ট্রাম্পকে দোষ দিই না। এটা আমাদের দোষ…আমরাই তো ভালো করে বোঝাতে পারিনি। বিবেকানন্দের উচ্চারণ শেখাতে পারিনি। বিবেকানন্দের গুরুত্ব বোঝাতে পারিনি।তাই গান্ধীজিকে ভুলে যাচ্ছে, বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করা হচ্ছে। এটা আমাদের অপমান নয়?’এই ইস্যুতে এভাবেই বিজেপির সমালোচনা করেন মমতা।

Previous articleভারত সফরের কয়েক ঘণ্টা আগেই যাত্রা বাতিল বাংলাদেশ সংসদের অধ্যক্ষের
Next articleঅভিষেক-পিকে জুটিতে ইভেন্ট লঞ্চ, আগামী ৭৫ দিন রাজ্যজুড়ে তৃণমূলের কর্মযজ্ঞ