পবনের রায় পুনর্বিবেচনার আর্জিও খারিজ, তবে কি মঙ্গলেই ফাঁসি?

দুবার দিন ধার্য হয়েও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। আবশেষে ৩ মার্চ সকাল ৬টায় নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি হওয়ার কথা। তার আগে সোমবার আসামী পবন গুপ্তর ফাঁসির সাজার রায়ের পুনর্বিবেচনার আর্জিও খারিজ করল শীর্ষ আদালত। এই নিয়ে চার আসামী পবন গুপ্ত, মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং ঠাকুরের ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ডের আদেশ বদলে যাবজ্জীবন কারাবাসে আবেদন জানিয়েছিলেন পবন গুপ্তের আইনজীবী। আদালতে তা খারিজ হয়ে গিয়েছে। কিন্তু এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানার সুযোগ আছে পবনের। এই পরিস্থিতিতে ফের জিজ্ঞাসা চিহ্ন ফাঁসি কার্যকর হওয়ার।

এদিকে, চারজনের আলাদা ফাঁসি দেওয়ার মামলা শুনানি ৫ তারিখ। এই পরিস্থিতিতে কী পদক্ষেপ করে তিহার জেল কর্তৃপক্ষ, সে দিকেই তাকিয়ে দেশ।

আরও পড়ুন-বাংলা দখলে ‘শাহি-দাওয়াই’

Previous article‘অমিল’ মাদার ডেয়ারির নাম বদলে ‘বাংলা ডেয়ারি’
Next articleদিল্লির হিংসা নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে মৌন-প্রতিবাদ তৃণমূল সাংসদের