রাজ্যের সব প্রকল্পে হাজার টাকা পেনশন, নয়া আবাসন প্রকল্প ‘স্নেহালয়’

রাজ্যের সব প্রকল্পে এবার থেকে হাজার টাকা পেনশন দেবে রাজ্য সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আদিবাসী তপশিলি জাতি, উপজাতি এমনকী শিল্পীদের হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এর আগে যাঁদের 600-700 টাকা দেওয়া হত, তাঁরা এবার থেকে হাজার টাকা করে পেনশন পাবেন।

এবার থেকে বার্ধক্য ভাতা মাসের 1 তারিখ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই সঙ্গে সব প্রকল্পের টাকা এবং ভাতা যাতে মাস পয়লাতেই পাওয়া যায় তার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সভা থেকে রাজ্য সরকারের ‘জয় বাংলা’ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী। নতুন করে সেইসব প্রকল্পে কী সংযোজন হয়েছে তাও এদিনের সভা থেকে ঘোষণা করেন তিনি। এদিন বিভিন্ন প্রকল্পের তিনি শংসাপত্র মুখ্যমন্ত্রী তুলে দেন উপস্থিত জেলাবাসীর হাতে।

Previous articleবিমানে মিলবে ইন্টারনেট পরিষেবা, জেনে নিন কীভাবে
Next articleকলকাতা পুরভোট কিছুটা পিছতে চায় রাজ্য