বিমানে মিলবে ইন্টারনেট পরিষেবা, জেনে নিন কীভাবে

এবার বিমানে যাতায়াত করার সময় যাত্রীরা ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। ওয়াইফাই-এর মাধ্যমে চালু রাখা যাবে ফোনের ইন্টারনেট পরিষেবা। এমনটাই জানাল সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক।

সিভিল অ্যাভিয়েশন মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানে কোনও যাত্রী তাঁর ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ফোন ফ্লাইট মোডে বা এরোপ্লেন মোডে থাকলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে।

তবে সংশ্লিষ্ট বিমানের জেনারেল ডিরেক্টর অনুমতি দিলে যাত্রীরা ইন্টারনেট পরিষেবা পাবেন। বিমানের সমস্ত দরজা বন্ধ হয়ে গেলে তবেই চালু হবে ইন্টারনেট পরিষেবা। ২০১৮ সালেই ভারতীয় টেলিকম রেগুলেটর এমসিএ-এর মাধ্যমে বিমানে ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমতি দিয়েছিল।

আরও পড়ুন-দিল্লি-হিংসার পর আজ প্রধানমন্ত্রী-কেজরিওয়াল বৈঠক

Previous article৮ মার্চ রবিবার বিশ্ব নারী দিবসে মোদির উপহার। সোশ্যাল মিডিয়ায় মোদির সব অ্যাকাউন্ট পরিচালনা করবেন মহিলারা
Next articleরাজ্যের সব প্রকল্পে হাজার টাকা পেনশন, নয়া আবাসন প্রকল্প ‘স্নেহালয়’