ঘূর্ণাবর্তের জেরেই ফের বঙ্গে বজ্রপাত-বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, জানালো আবহাওয়া অফিস। ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সহ আরও বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি চলবেই, এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যে চলবে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে রাজ্য জুড়ে বৃষ্টি। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যের স্থলভাগে। ফলে এই পরিস্থিতি।

Previous articleশচীন কন্যা সারা কি তরুণ হ্যান্ডসাম এই ক্রিকেটারের প্রেমে পড়লেন!
Next articleদিঘায় মৎস্যজীবীদের জালে প্রায় চার কুইন্টাল ওজনের বিশাল সামুদ্রিক মাছ!