বিরোধীদলের অভিযোগকে গুরুত্ব দিতে নয়া পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের

রাজ্যের পুরসভা ভোট সুষ্ঠু ও অবাধ করতে উদ্যোগী রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল ও রাজ্যবাসীর অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চায় তারা। এইজন্য ইতিমধ্যেই ‘গ্রিভান্স সেল’ চালু করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রত্যেক জেলার সহকারী জেলাশাসকরা এই সেলের দ্বায়িত্বে। ইতিমধ্যেই কাজ শুরু করেছে এই সেল।
হাওড়া ও দুই ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে সোমবার বৈঠক করেন কমিশনের কর্তারা। কমিশন সূত্রে খবর, কীভাবে ‘গ্রিভান্স সেল’–এ অভাব অভিযোগ শুনে তা নিষ্পত্তি করতে হবে, তার খুঁটিনাটি তাঁদের বুঝিয়ে দেওয়া হয়।
বুধবার, রাজ্যের বাকি ১৮টি জেলার অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। তাঁদেরও এবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আলোচনা হবে ভোটের প্রস্তুতি সংক্রান্ত অন্য বিষয় নিয়েও। পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই সবদিক দিয়ে প্রস্তুতি সেরে রাখছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন-জলদাপাড়ায় আগুন আতঙ্কে লোকালয়ে বন্য প্রাণ

Previous articleBreaking: অবশেষে গ্রেফতার দিল্লি হিংসাকাণ্ডের শ্যুটার শাহরুখ গ্রেফতার
Next articleদিল্লির হিংসা নিয়ে মঙ্গলবারও উত্তাল লোকসভা