ফের মানবিক মুখ্যমন্ত্রী, বদলাচ্ছে ছবির জীবন

মানবিক মুখ্যমন্ত্রী। ক্লাস নাইনের অসুস্থ এক ছাত্রীর চিকিৎসা ব্যবস্থা  করে দিলেন তিনি। উত্তর দিনাজপুরের জেলাশাসককে তিনি এই ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিন ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ এলাকার সুশা গ্রামের ছবি দেববর্মার হাতে তুলে দেন।তখনই তার নজরে আসে ছবির চেহারা। ছবির মুখের বিভিন্ন দিক থেক মাংস পিন্ড ঝুলে পড়েছে। যার জেরে পরিষ্কার করে কথা বলতে পারে না ছবি।
মুখ্যমন্ত্রী সাথে সাথে ডেকে নেন জেলাশাসককে। তড়িঘড়ি যাতে ছবি’র চিকিৎসা শুরু করা যায় সেই বিষয়ে দায়িত্ব নিতে বলেন। মুখ্যমন্ত্রীর এমন সাহায্যে খুশি ছবি। সাইকেল পেয়ে যতটা খুশি, তার চেয়েও বেশি খুশি তার চিকিৎসা শুরু হবে বলে।

Previous article‘স্নেহালয় প্রকল্প’ -এ গৃহহীনরা নতুন বাড়ি তৈরিতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা!
Next articleচিকিৎসায় সামান্য সাড়া দিলেও, এখনও বিপন্মুক্ত নন কিংবদন্তি পিকে