‘স্নেহালয় প্রকল্প’ -এ গৃহহীনরা নতুন বাড়ি তৈরিতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা!

গৃহহীনদের জন্য নতুন বাড়ি। আর প্রবীণ SC/ST-দের জন্য পেনশন। কালিয়াগঞ্জে গিয়ে মঙ্গলবার রাজ্য সরকারের এই দুই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষদের তাঁর বার্তা, ‘দিদিকে সবসময় পাশে পাবেন। চিন্তা করবেন না।’
কালিয়াগঞ্জের সভা থেকে সরকারের নতুন ‘স্নেহালয় প্রকল্প’ যাত্রা শুরু করল। ২ বছর পর দিনাজপুরে গিয়ে এই প্রকল্পের বিষয়ে সবিস্তার জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘রাজ্যের টাকায় স্নেহালয় প্রকল্প চালু হল। বাড়ি তৈরির জন্য আপনারা ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন। ২৫ হাজার মানুষ আবেদন করেছিলেন। আজ থেকেই সেই টাকা দেওয়া শুরু হল।’ অনেকেই ফোন করে বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতার বার্তা, কাউকে ধরাধরি করে এই প্রকল্পের সাহায্য নিতে হবে না। শুধু বিডিও অফিসে আবেদনপত্র দিলেই হবে।

Previous article‘জয় বাংলা’ প্রকল্প শুরু, ৬০ লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleফের মানবিক মুখ্যমন্ত্রী, বদলাচ্ছে ছবির জীবন