দাঙ্গাবিধ্বস্ত এলাকায় ঢুকে রাহুল বললেন, হিংসায় নষ্ট দেশের ভাবমূর্তি

দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার খবরে যখন তোলপাড় হচ্ছিল গোটা দেশ, তখন নীরব ছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের অন্য নেতারা সরব হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। অবশেষে বুধবার ঘটনার আটদিন পর উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল। ব্রিজপুরায় একটি ক্ষতিগ্রস্ত স্কুল পরিদর্শন করে তিনি বললেন, যারা ঘৃণা আর হিংসা ছড়িয়ে স্কুল জ্বালায়, তারা আসলে দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করে। খোদ রাজধানীতে এই হিংসার ঘটনায় গোটা বিশ্বে ভারতের মুখ পুড়েছে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

আরও পড়ুন-সিএএ নিয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের

Previous articleঅ্যান্টিগার বদলা সিডনিতে! টি-টোয়েন্টি নিয়ে তুঙ্গে উত্তেজনা
Next articleশ্বাসনালিতে বেলুন আটকে মর্মান্তিক পরিণতি শিশুর