চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সময়। চিনে মহামারির আকার ধারণ করছে এই ভাইরাস। বুধবার পর্যন্ত, ৩ হাজার ১১৯ জন মারা গিয়েছেন। বিশ্বজুড়ে ৯০ হাজার ৪৪১ জনেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। শুধু চিনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ জন।

এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে জারি হয়েছে বিভিন্ন রকমের সতর্কতা। যার মধ্যে রয়েছে মুখে মাস্ক পরা, সব সময় পরিষ্কার জলে হাত ধোয়া ইত্যাদি। এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি সেলুনে একজন প্রায় তিন ফুট দূর থেকে এক ব্যক্তির চুল কেটে দিচ্ছে। শুধুই কোভিড১৯-এর হাত থেকে রক্ষা পেতে।

দেখুন ভিডিও….

Hair Cutting In China In Corona Times pic.twitter.com/zeLfi9ErLN
— Ram Gopal Varma (@RGVzoomin) March 5, 2020