দিল্লির হিংসা নিয়ে ভারতকে ‘হুমকি’ আয়াতোল্লা খামেইনির

এবার দিল্লি হিংসা নিয়ে ভারতকে একরকম ‘হুমকি’ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেইনি।

দিল্লির হিংসা নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় তিনি টুইট করে বলেন, ‘ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে। এই ঘটনার ফলে সারা বিশ্বের মুসলিমরা খুব দুঃখ পেয়েছেন। যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে, এই ঘটনার ফলে গোটা ইসলামিক বিশ্ব ভারতের বিপক্ষে চলে যাচ্ছে। ইসলামিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে ভারত সরকারের উচিত উগ্র হিন্দুত্ববাদী দলগুলিকে দমন করা। এই ধরনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় সমস্যা দেখা দেবে। এর পাশাপাশি দেশের মধ্যে যাতে নির্বিচারে মুসলিমদের খুন না করা হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া।’

এই টুইটের সঙ্গে একটি শিশুর ক্রন্দনরত ছবিও পোস্ট ইরানের সর্বোচ্চ নেতা। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই ছবি মুসলিম বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি খারাপ করছে।

আরও পড়ুন-মোদিকে তিন পরামর্শ মনমোহনের

Previous articleBREAKING: রাজ্যের ৫টি আসনে রাজ্যসভার ভোট ২৬ মার্চ
Next articleদোলের আগে ঝলমলে আকাশ, স্বস্তি রাজ্যবাসীর