Tuesday, August 26, 2025

BREAKING: পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন রবীন্দ্রভারতীর উপাচার্য!

Date:

বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কাণ্ডে এবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন উপাচার্য সব্যসাচী বসুরায়। অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, উপাচার্য নাকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। যদিও শিক্ষা দফতর সূত্রে খবর, উপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি। বিষয়টি ভাবনাচিন্তাস্তরে রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসবকে কেন্দ্র করে কালিমালিপ্ত, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। আর এই বিষয়েই রবীন্দ্রভারতী কাণ্ডে উপাচার্যকে কড়া নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী বিরাট ক্ষুব্ধ এই ঘটনায়। তাঁর কথায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের নামে বাঙালির গর্বের রবীন্দ্রনাথকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তারা বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছে।

তিনি আরও বলেন, “কী বলবো। আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সঙ্গে কথা বলেছি। খুব লজ্জাজনক। কিছু বলার নেই। বাংলাকে কালিমালিপ্ত করছে যারা, তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি, এমন কোনও উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবে। সাইবার ক্রাইম-এ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এরপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুর রায় পদত্যাগ করছেন। যদিও তাঁর পদত্যাগপত্র গৃহীত হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য শিক্ষা দফতরের উপরে।

Related articles

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...
Exit mobile version