নারী দিবসকে সামনে রেখে শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং সিটুর ডাকে কাজের নায্য দাবি, সম কাজে সম বেতন, তৃতীয় লিঙ্গের সমান অধিকারের দাবি এবং কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। পাশাপাশি, কেন্দ্রের NRC ও CAA বিরোধিতাও করা হয়।
প্রথমে নিউ মার্কেটের সাম্বা সংক্ষিপ্ত সভা করে এই কর্মসূচির সূচনা হয়, এরপর মিছিল করে এসএন ব্যানার্জী হয়ে কলকাতা পুরসভার মেইন গেটে দিকে এগোলে পুলিশ এসএন ব্যানার্জী রোডে ব্যারিকেড দিয়ে তা আটকায়।
