আজ থেকে “বাংলার গর্ব মমতা”, সক্রিয় তৃণমূল

আজ শনিবার রাজ্যজুড়ে “বাংলার গর্ব মমতা” কর্মসূচিতে তৃণমূলের বিধানসভাভিত্তিক কর্মী সম্মেলন। মূল আহ্বায়ক বিধায়করা। মমতা কীভাবে বাংলার উন্নয়ন, সংস্কৃতি ও রাজনীতিতে গর্ব হয়ে উঠেছেন, তার কারণ ব্যাখ্যা করবেন নেতারা। এক একজন বিধায়ক এক একটি ওয়ার্ড থেকে কমবেশি পঞ্চাশজন কর্মীকে ডেকে সম্মেলন করছেন। গত 2 মার্চ দলের এই নতুন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হয়। বিরোধীরা অবশ্য এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করে চলেছে।

Previous articleবজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে আজও! কী বলছে হাওয়া অফিস?
Next articleবাড়ির মধ্যে ঢুকে গেল লরি! পুরোটা জানলে আঁতকে উঠবেন