বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে আজও! কী বলছে হাওয়া অফিস?

গত তিনদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। কখনও হালকা কখনও মাঝারি। বৃষ্টির সঙ্গে চলছে কখনও ঝোড়ো হাওয়াও। শুক্রবার রাতেও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দোল, হোলিতে মনোরম আবহাওয়া থাকবে। রাত ও সকালের দিকে হালকা ঠান্ডা ভাব। তবে বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শনিবারেও। রবিবারে সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবেই শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের জন্য যে বিপরীত ঘূর্ণাবর্ত ছিল তা ক্রমশ সরে যাচ্ছে। তাই দাপট কমবে পূবালী হাওয়ার। অন্যদিকে রবিবার থেকেই উত্তর-পশ্চিম হাওয়ার দাপট বাড়বে।
এরফলে রাজ্যে শীত ফিরবে না আর, তবে রাতের দিকে ঠান্ডর আমেজ থাকবে।

Previous articleজগন্নাথদেবের ৫৪৫ কোটি টাকার আমানত ইয়েস ব্যাঙ্কে গচ্ছিত, মাথায় হাত মন্দির কর্তৃপক্ষের
Next articleআজ থেকে “বাংলার গর্ব মমতা”, সক্রিয় তৃণমূল