পুজোর আগেই দক্ষিণেশ্বর পর্যন্ত চালু হতে পারে মেট্রো

সব ঠিক থাকলেই পুজোর আগেই দক্ষিণেশ্বর পর্যন্ত চালু হতে পারে মেট্রো। মেট্রোর তরফে সরকারি ভাবে এখনও কিছু না বলা হলেও, আধিকারিকদের বক্তব্য ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন বর্ধিত অংশে চালু হতে পারে মেট্রো। আধিকারিকরা জানিয়েছেন, কিছুটা পথ লাইন পাতার কাজ বাকি। সেটা জুলাই মাসের মধ্যে শেষ করে শুরু হবে ট্রায়াল রান। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হবে। একটি বরাহনগর ও অন্যটি দক্ষিণেশ্বর।

আরও পড়ুন-“বাংলার গর্ব মমতা” কর্মসূচিতে সৌগত-পূর্ণেন্দু-দোলা

Previous articleইস্তফাপত্র পাঠালেন রবীন্দ্রভারতীর উপাচার্য, পাননি বলে জানালেন শিক্ষামন্ত্রী
Next articleইডি দফতরে ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা, চলছে জেরা