Wednesday, December 17, 2025

চাপে প্রশান্ত কিশোর, প্রতারণা মামলায় জামিনের আর্জি খারিজ

Date:

Share post:

আইনি চাপে ভোট-কুশলী প্রশান্ত কিশোর৷

প্রতারণা এবং পরিকল্পিত জালিয়াতির অভিযোগে রুজু হওয়া মামলায় প্রশান্ত কিশোরের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল পাটনার এক আদালত ।

JDU -থেকে বহিষ্কৃত নেতা প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার এক কর্মী, ওসামার বিরুদ্ধে ‘কনটেন্ট’ চুরি ও জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছিলেন শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি। গৌতমের অভিযোগ, “বাত বিহার কি” প্রচারের জন্য ব্যবহৃত কিছু কন্টেন্ট আসলে তাঁর নিজের। প্রশান্ত কিশোর সেই কনটেন্ট চুরি করে নিজের নামে চালিয়েছে৷ ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এই জালিয়াতি করা হয়েছে৷

প্রশান্ত কিশোরর বিরুদ্ধে এই অভিযোগ এনে বিহারের পাটুলিপুত্র থানায় FIR দায়ের করেন শাশ্বত গৌতম । প্রশান্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ অর্থাৎ প্রতারণা, অসাধু উদ্দেশ্যে অপরের সম্পত্তির হস্তান্তর, ধারা ৪০৬ অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ ওই FIR- এ গৌতম দাবি করেছেন, তিনি একই ধরনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, কয়েক দিনের মধ্যেই যেটির আত্মপ্রকাশ ঘটবে। প্রশান্ত কিশোর ছাড়াও ওসামা নামের এক ব্যক্তির বিরুদ্ধেও FIR করেছেন গৌতম। তিনি অভিযোগ করেছেন, ওসামা চাকরি থেকে পদত্যাগ করার আগে তাঁর সঙ্গে ‘বিহার কি বাত’ নিয়ে কাজ করছিলেন। এই ওসামা পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি প্রশান্ত কিশোরের প্রকল্প থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সমস্ত সামগ্রী ওসামা তুলে দিয়েছেন প্রশান্ত কিশোরের হাতে বলে অভিযোগ।

প্রশান্ত কিশোর এই মামলাতেই জামিন চেয়ে পাটনা সিটি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শনিবার ওই আবেদনের শুনানির শেষে আদালত তা সরাসরি খারিজ করে দেয়৷

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...